ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

এবারই প্রথম মধ্যপ্রাচ্যে ও শীতকালে বিশ্বকাপ

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২২, ১৪:৫৩

শেষ হওয়ার পথে ক্ষণ গণনার দীর্ঘ অপেক্ষা, আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই বেজে উঠবে বিশ্বকাপের বাঁশি। ইতোমধ্যেই ফুটবলের এই মহারণে অংশগ্রহণকারী সব দল জড়ো হয়েছে মরুর দেশ কাতারে

ইতিহাসে এই প্রথম মধ্যপ্রাচ্যে আয়োজিত হচ্ছে ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। আর এবারই প্রথম শীতকালে বিশ্বকাপ উপভোগ করবে ফুটবল ভক্তরা।

এশিয়ার মাটিতে আগে একবার হলেও মধ্যপ্রাচের দেশে এবারই প্রথম অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ। এর আগে ২০০২ সালে সর্বপ্রথম এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত হয়েছিল ফুটবল বিশ্বকাপ, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তবে মধ্যপ্রাচ্যের কোনো দেশে এবারই প্রথম আয়োজন করা হয়েছে ফুটবলের সবচেয়ে সেরা বিশ্ব আসর।

তাছাড়া আয়োজক দেশ কাতারের প্রচন্ড গরমের কথা চিন্তা করে এবারই প্রথম কোনো বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মে, জুন ও জুলাই মাস ছাড়া! খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার স্বাভাবিক সূচিতে বদল এনেছে ফিফা। নভেম্বরে-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। আর এটাই প্রথম শীতকালে ফুটবলের সর্বোচ্চ এই আসর আয়োজন করেছে ফিফা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ