ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

বিশ্বকাপ দেখতে গিয়ে ভুলেও যা করা যাবে না

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১৭:৫৩

কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক দিন। ধারণা করা হচ্ছে ফুটবল বিশ্বকাপ দেখতে এবার কাতারে ভিড় জমাবেন প্রায় ১০ লাখ মানুষ। আর সে কারণেই বাড়তি সতর্ক হচ্ছে ফিফা এবং কাতারের প্রশাসন। ফুটবল বিশ্বকাপ চলাকালীন কাতার যেন ‘বেআইনি’ কাজের আঁতুড়ঘরে পরিণত না হয়, সেদিকে বিশেষ নজর রয়েছে কর্তৃপক্ষের। আর সেই কারণে আগে থেকেই বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে প্রশাসনের তরফে।

ফুটবল বিশ্বকাপের জন্য কাতারে প্রবেশ করতে চলা ফুটবলপ্রেমীদের যেন অন্য কিছুর প্রতি ‘প্রেম’ বা আসক্তি না তৈরি হয়, তার জন্য কড়া নিয়মও জারি করা হয়েছে। আর সেই বিধি মেনে না চললে দীর্ঘ দিন কাতারের জেলেও থাকতে হতে পারে ফুটবলপ্রেমীদের।

উদ্বেগ তৈরি হয়েছে কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে আসা মহিলা এবং সমকামীদের নিয়েও। কাতারে স্বামী-স্ত্রীর সম্পর্ক বাদ দিয়ে যৌনমিলন এবং সমকামী সম্পর্ক নিষিদ্ধ। তাদের যেন কোনও অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয়, তার জন্যও বিশেষ ব্যবস্থা নিচ্ছে কাতারের পুলিশ।

পাশাপাশি ফুটবল দেখতে আসা মানুষদের জন্য কর্তৃপক্ষের তরফে আরও কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাতারের প্রশাসন সাফ জানিয়ে দিয়েছেন, বেশ কিছু জিনিসপত্র নিয়ে কাতারে প্রবেশ করতে পারবেন না বিশ্বকাপ দর্শকেরা।

সেই তালিকায় রয়েছে, শুল্কমুক্ত মদ নিয়ে কোনও ভাবেই কাতারে প্রবেশ করা যাবে না। কোনও ফুটবলপ্রেমী সেক্স টয় নিয়ে কাতারে প্রবেশ করলে তাদেরও কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে বলে কাতারের সরকারি আধিকারিকরা জানিয়েছেন। কাতার বিমানবন্দরে প্রবেশ করা যাবে না শূকরের মাংস নিয়েও। শূকরের মাংস নিয়ে কাতারে প্রবেশ করলেই কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে আগতদের।

এছাড়া কাতারে এক রাতের ‘অবৈধ’ যৌনমিলনের (ওয়ান নাইট স্ট্যান্ড) জন্য হতে পারে সাত বছরের জেল। বিশ্বকাপ ফুটবল মানেই দেখা যায় ম্যাচ শেষে রাতভর পার্টি। কিন্তু কাতারে তা একেবারেই নিষিদ্ধ। সমর্থকদের সাবধান করে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো আশাও যেন না রাখা হয় এই বিশ্বকাপে।

কাতারের পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী জুটি না হলে বিশ্বকাপ দেখতে এসে যৌনমিলন করা যাবে না। এই প্রতিযোগিতায় ‘এক রাতের যৌনমিলন’ থাকবে না। কোনও পার্টি করা যাবে না। নিয়ম না মানলে হতে পারে জেল। বিশ্বকাপে প্রথমবার এমন ভাবে যৌনমিলন নিষিদ্ধ করা হচ্ছে। সমর্থকদের সতর্ক থাকতে হবে। পর্নোগ্রাফি বানানো এবং জনসমক্ষে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রলায় এর তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ফুটবল দেখতে আসা মানুষেরা যেন স্থানীয় ঐতিহ্য ও রীতিনীতিকে সম্মান করেন। প্রকাশ্যে যৌনকর্ম এবং মাতলামি না করা, অশালীন পোশাক না পরার জন্যেও আবেদন জানানো হয়েছে। যে কোনও ধরনের ধর্মীয় বই নিয়ে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিমানবন্দরে জিনিসপত্র তল্লাশি করার সময় প্রেসক্রিপশন ছাড়া কোনও ওষুধ পাওয়া গেলেও হাজতবাস করতে হতে পারে আগত ব্যক্তিদের। কাতারে নির্দিষ্ট কিছু হোটেল এবং সমুদ্রের ধারে নির্দিষ্ট জায়গা ছাড়া মদ্যপানে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এই বিষয়টিও বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের নজরে রাখতে বলা হয়েছে। ওই সময় কাতারে বিক্রি হওয়া মদের দাম বাড়ানো হতে পারে বলেও সূত্রের খবর।

জুয়া খেলায় যুক্ত হয়ে ধরা পড়লেও কারাবাস হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কাতারে ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীদের সংখ্যা অনেক পরিমাণে বাড়ানো হয়েছে। ফুটবলপ্রেমীরা কোনও অসুবিধার সম্মুখীন যাতে না হন, সেই দিকেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। পাশাপাশি স্থানীয়দেরও এই বিষয়ে সতর্ক করা হয়েছে।

নতাশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ