ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ২০:২২

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডেতে সিরিজ জিতে মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে টিম টাইগার্স।

ওয়ানডে শেষে হতেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। এছাড়া দলে ফিরেছেন আরেক পেসার মুশফিক হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টটি আগামী শুক্রবার (২২ মার্চ) অনুষ্ঠিত হবে।

প্রথমবারে মতো ডাক পাওয়া ২১ বছর বয়সী ফাস্ট বোলার রানার ২০২১ সালের নভেম্বরে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এরপর থেকে রানা ১৫টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন।

১ম টেস্টে বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ