ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

বাতিস্তুতা কাঁদছেন, আনন্দের কান্না

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ২০:০৩

স্বপ্নের শিরোপা আর্জেন্টিনার ছুঁয়ে দেখা হয়নি টানা ৩৬ বছর। সেই যে ডিয়েগো ম্যারাডোনা দলটিকে শিরোপার স্বাদ এনে দিয়েছিলো। এরপর তিন দশক পার হলেও বিশ্বমঞ্চে শিরোপার দেখা পায়নি ডিয়াগোর উত্তরসূরীরা।

অবশেষে তার অবসান ঘটলো। এর সাক্ষী হয়ে থাকলো কাতারের লুসাইল স্টেডিয়াম। লিউনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জয়ী হলো এবারের বিশ্বকাপে।

সেই ১৯৮৬ থেকে ২০২২। এই সময়ের মধ্যে কত তারকা-মহাতারকা এলেন তাদের মনে হয় ভুলতেই বসেছে এই প্রজন্ম। তবে গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তার নাম কি ভুলে থাকা যায়? যিনি আর্জেন্টিনার হয়ে কিছুদিন আগেও ছিলেন সর্বোচ্চ গোলদাতা।

বাতিস্তুতা এই প্রজন্মের দরজায় আবারো এলেন। এবার খেলোয়াড়ি জীবনে নয়, এসেছেন, কাঁদছেন, আনন্দের কান্না। সেই কান্না যেনো বিশ্বজয়ের।

সেই বাসিস্তুতা এবার আবেগের কথা শোনালেন। তিনি জানালেন, দুর্দান্ত এই জয়। আমরা প্রজেন্মর পর প্রজন্ম কতই না কষ্ট করেছি এই জয় দেখার জন্য। আমি মেসির জন্য আনন্দিত। গোটা দেশের জন্যই আনন্দিত। আমি কথা বলতে পারছি না। দুঃখিত, আমি কথা বলতে পারছি না। সবার কাছে ক্ষমা চাই।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ