ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি। শুধুই অধরা ছিল সোনালি সেই বিশ্বকাপ শিরোপাটি। তবে এবার মেসির হাতে উঠল আরাধ্য সোনালি ট্রফি।
এদিকে রোববার (১৮ ডিসেম্বর) রাতে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি যখন গোল্ডেন বল হাতে ট্রফি ছুঁয়ে দেখছিলেন, সেই সময়কার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ব্রাজিলিয়ান তারকা নেইমার লিখেছেন, ‘অভিনন্দন, ভাই।’
মূলত সময়ের সেরা দল নিয়ে এসেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাত্রা শেষ হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সেদিন ক্রোয়েশিয়া কাছে হেরে কেঁদেছেন নেইমার। তবে নিজের নাগালের বাইরে চলে যাওয়া ট্রফিটা পিএসজি–সতীর্থ লিওনেল মেসির হাতে উঠতে দেখেছেন নেইমার।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ