ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

আরেকটি সেনা ঘাঁটি দখলে নিলো আরাকান আর্মি

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৪, ১৫:৩১

মিয়ানমারের যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) আরেকটি সেনা ঘাঁটি দলে নিয়েছে। রাখাইন রাজ্যে সামরিক জান্তার ওই ব্যাটালিয়ন হেডকোয়ার্টার দখলে নিতে টানা ৩২ দিন সংঘর্ষ হয়। খবর- ইরাবতী

এরপর সোমবার (২৫ মার্চ) বুথিদং শহরে ওই ঘাঁটির দখল নিতে সক্ষম হয়েছে বিদ্রোহীরা। সমুদ্র, আকাশপথ, এমনকি স্থলপথে যুদ্ধ চালিয়েও ঘাঁটি দখলে রাখতে পারেনি জান্তা।

এছাড়া বাংলাদেশ সীমান্তে মংদো শহরে কীন-চং ঘাঁটি দখলের চেষ্টাও অব্যাহত রেখেছে আরাকান আর্মি। প্রায় এক মাস আগে তারা সেখানে হামলা শুরু করে এবং শহরটির বেশ কিছু অংশ ইতোমধ্যেই দখলে নিয়ে এসেছে।

ইরাবতীর খবরে বলা হয়, ঘাঁটি দখলের পর সেখান থেকে কিছু জান্তা সেনা পালায়, কেউ কেউ আত্মসমর্পণ করে। পালানো জান্তা সেনাদের পিছু নিয়েছে বিদ্রোহীরা। এছাড়া সোমবার তাহমান থার পুলিশ ঘাঁটিও দখল করেছে আরাকান আর্মি। সেখানে নিয়োজিত ১০০ পুলিশ সদস্য বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছে। বুথিদং এবং মংদো শহরের অন্যান্য ঘাঁটিগুলো দখলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি।

গতবছর বড় মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইতোমধ্যে এই বিদ্রোহী গোষ্ঠী রাখাইন ও চিন রাজ্যের আনুমানিক ১৭০টি সামরিক ঘাঁটি দখলে নিয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ