ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

পর্তুগালের সড়কে প্রাণ গেল বাংলাদেশীর, অপেক্ষায় পরিবার

প্রকাশনার সময়: ২৬ মার্চ ২০২৪, ২০:১১

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় পরিমল চন্দ্র পাল (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। পর্তুগাল সময় রোববার (২৪ মার্চ) রাত ৮টার দিকে (ইফতারের পরে) দেশটির ভেজা সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর গ্রামের যোগেশ চন্দ্র পালের ছেলে। তিনি পর্তুগালের ভেজা সিটির ফেরাইয়া এলেন তেজু এলাকায় বসবাস করতেন এবং ওই এলাকায় একটি অলিভ অয়েল কোম্পানিতে চাকরি করতেন।

তার ছোট ভাই সৌদি প্রবাসী সুমন পাল বলেন, ভাইয়ার অনেক স্বপ্ন ছিল ইউরোপে যাবেন। তাই অনেক কষ্টে গত বছর ১৪ নভেম্বর স্বপ্নের দেশ পর্তুগালে পাড়ি জমান। রোববার ইফতার শেষে দুই বন্ধু মিলে কফি খেতে যান। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে থাকা তার বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক।

মরদেহ দেশে আনার চেষ্টা চলছে জানিয়ে সুমন পাল বলেন, কতদিন সময় লাগবে তা এখনো বলতে পারছিনা। মৃতদেহ দেশে আনতে প্রায় ৭ লাখ টাকার মতো খরচ হবে।

দেশ থেকে যাওয়ার প্রায় ৩ মাস ১১ দিনের মাথায় পরিমল সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বলেও জানান ছোটভাই সুমন পাল।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহার বলেন, বিষয়টি আমি তার পারিবার সূত্রে জেনেছি। এলাকার মধ্যে ছেলেটি অত্যন্ত ভালো ছিল।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ