ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

বিজয়ী দেশে কোন অপশক্তির ঠাঁই নেই : শিক্ষামন্ত্রী 

প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২২, ২৩:১৪

শহীদের রক্ত স্নাতে অর্জিত বিজয়ী এই বাংলাদেশে কোন সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, একাত্তরের সংগঠিত মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ে এদেশের হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকের রক্ত মিশে আছে। সকলের রক্তে অর্জিত এই বিজয়ী বাংলাদেশে কোন সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই হতে পারে না।

তিন আরো বলেন, আগামীর সুন্দর সুশৃঙ্খল এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে আজকের ছাত্র সমাজ এবং অনাগত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাউসি ডিজি অধ্যাপক নেহাল আহমেদ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য, ঢাকা কলেজের উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস শিকদার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকবৃন্দ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ