ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

পদ্মা ব্যাংক একীভূত হলো এক্সিমের সঙ্গে 

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১২:০০

দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক একীভূত হয়েছে শরিয়াহ্ভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে। বেসরকারি খাতের ব্যাংক দুটির মধ্যে সোমবার (১৮ মার্চ)একীভূত হওয়ার চুক্তি সই হয়েছে।

এ সময় কর্মকর্তাদের পাশাপাশি দুই ব্যাংকের উদ্যোক্তা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের পর দুর্বল ব্যাংককের একীভূত হওয়ার এটিই প্রথম সিদ্ধান্ত।

চুক্তি সই অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, পদ্মা ব্যাংকের সব দায় নেওয়া হবে। ব্যাংকটি একীভূত হলেও এর কোনো কর্মী চাকরি হারাবে না।

এর আগে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ একীভূতকরণের প্রস্তাবে অনুমোদন দেয়।

পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি গত বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়। একীভূত হওয়ার বিষয়ে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদও সিদ্ধান্ত নিয়েছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ