ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

কাপাসিয়ায় বাস-সিএনজি ‍মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশনার সময়: ১৭ এপ্রিল ২০২৪, ২২:৪১

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) উপজেলার কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের টোক সালুয়ারটেক বাজার বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবু বকর। তিনি কিশোরগঞ্জ জেলার কৃষ্টপুর গ্রামের মো. মাসুদ রানার ছেলে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে সিএনজিচালিত একটি

অটোরিকশা কিশোরগঞ্জের পাকুন্দিয়া যাচ্ছিল। অটোরিকশাটি উল্টো পথে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক দিয়ে

যাওয়ার সময় টোক সালুয়ারটেক বাজার বাইপাস রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নিহত হয়ে ভিতরে আটকা পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সিএনজির ভেতরে আটকে পড়া চালকের মরদেহ বের করে আনেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ