ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

বিশেষ ৩০ বিমানে কাতারে আসছেন মরোক্কানরা

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৮:৪৭

কাতার বিশ্বকাপের নকআউটে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে চমক উপহার দিয়েছে মরক্কো। এরপর ক্রিস্টিয়ানো রোনালদোদের বিদায় করে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় ওয়ালিদ রেগরাগির দল। তাই মরক্কোর সমর্থকদের উল্লাসও বাঁধভাঙা।

আগামী বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে দোহায় সেমিফাইনাল ম্যাচে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সের মুখোমুখি হবে উত্তর আফ্রিকার দেশটি।

সমর্থকরা যাতে মাঠে গিয়ে সরাসরি খেলাটি উপভোগ করতে পারে সেজন্য অতিরিক্ত ৩০টি বিশেষ ফ্লাইট চালু করেছে মরক্কোর সরকারি বিমান সংস্থা রয়্যাল এয়ার মারোক। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, মঙ্গল ও বুধবার দোহার উদ্দেশে মরক্কোর বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা থেকে ছেড়ে যাবে এসব ফ্লাইট।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ