ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

আফগানদের মুখোমুখি বাংলাদেশ 

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২২, ০৭:২২

টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২২ এর আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আফগানদের বিপক্ষে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

সোমবার (১৭ অক্টোবর) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে ।

সাকিব-লিটনকে ছাড়াই অ্যালান বর্ডার ফিল্ডে অনুশীলন সেরেছে টিম টাইগার। ব্যাটিংয়ে, বিশেষ করে ওপেনিং নিয়ে মাথা ঘামাতে হচ্ছে বেশি। টিম ম্যানেজম্যান্ট এবারও ওপেনার সৌম্য আর শান্ততেই আস্থা রাখছে। এ দিকে ফিল্ডিংয়ের ঘাটতি পুষাতে অ্যালান বর্ডার ফিল্ডের নেটে ওপেনারদের নিয়েই বেশি সময় কাজ করেছেন কোচরা।

টাইগারদের অনুশীলনের বিষয়ে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, ওদের নিয়ে আলাদাভাবে কাজ করেছি। ইয়োর্কার আর স্লোয়ারের বিপক্ষে ওদের স্কিল নিয়ে সেশন করানো হয়েছে। আশা করি, প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপে সবাইকে সেরা ছন্দে পাওয়া যাবে।

সিডন্স আরও বলেন, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মাত্র একটা ইনিংস দুইশ’ রানের বেশি ছিল। দুইশ করা নিয়ে অতো মাথা ঘামাতে চাই না। বরং আমার মনে হয়, ১৬০-১৭০ রান নিয়মিত করতে পারলেই বেশিরভাগ ম্যাচ জিততে পারব। এখানে এরকম স্কোরই আদর্শ হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ