ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

ইনজুরি সময়ে জীবনের গোলে আবাহনীর নাটকীয় জয়

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ২১:৫৪

তাহলে কি আবারও পয়েন্ট হারাতে যাচ্ছে আবাহনী? ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে এমন শঙ্কাই ভর করেছিল দলটির সমর্থকদের মনে। তবে না, ইনজুরি সময়ে গোল করে আবাহনীকে নাটকীয় জয় এনে দিয়েছেন স্টাইকার নাবিব নেওয়াজ জীবন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় আবাহনী পিছিয়ে পড়েও ৩-২ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধ সংসদ ক্রীড়া চক্রকে। প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে।

ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুরুন্ডির ফরোয়ার্ড সেলেমানি ল্যান্ড্রির গোল চমকে দেয় আবাহনীকে। পিছিয়ে পড়ে আবাহনী ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। ৩৯ মিনিটে কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেস গোল করে আবাহানীকে ম্যাচে ফেরান।

প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবাহনী শিবিরে অস্বস্তি এনে দেন সেই ল্যান্ড্রি। ৪৬ মিনিটে গোল করে দ্বিতীয়বার মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন এই বুরুন্ডিয়ান। ৮০ মিনিটে এলিটা কিংসলের গোলে আবাহনী দ্বিতীয়বার ম্যাচে ফিরলেও পয়েন্ট হারানোর শঙ্কা কাটছিল না। শেষ মুহূর্তে জীবন ত্রাতা হয়ে না এলে আবাহনীকে মাঠ ছাড়তে হতো আরো দুই পয়েন্ট হারিয়ে।

আবাহনী লিগ শুরু করেছিল নবাগত ফর্টিস এএফসির বিপক্ষে ড্র করে। দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে জয়ে ফেরে প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে ৭ পয়েন্ট আবাহনীর। অন্য দিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এটি তিন ম্যাচে তৃতীয় হার।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ