বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রোনালদোর পাওনা টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২৪, ১৪:৪৬

রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালে জুভেন্টাসে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২১ সালে ইতালির ক্লাবটিও ছাড়েন সিআর সেভেন। সেই বছরে দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান তিনি।

সে সময়ে জুভেন্টাসের কাছে ৯৭ লাখ ইউরো বকেয়া বেতন দাবি করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তবে তা দিতে অস্বীকৃতি জানায় জুভেন্টাস। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গড়ায় পুরো বিষয়টি।

অবশেষে নিজের সাবেক ক্লাব জুভেন্টাস থেকে বকেয়া বেতন পাচ্ছেন রোনালদো। ইতালির একটি আদালত তাকে ৮৩ লাখ পাউন্ড প্রদানের নির্দেশ দিয়েছে সিরি আ’র ক্লাবটিকে।

২০২০-২১ মৌসুমে কোভিড মহামারীর সময়ে ইতালির ফুটবল বন্ধ থাকায় ক্লাব থেকে দেরিতে বেতন নিতে রাজি হন রোনালদো। জুভেন্টাসের কাছে বেতন বাবদ ১ কোটি ৭০ লাখ পাউন্ডের বেশি পান বলে দাবি পর্তুগিজ মহাতারকার।

তবে সম্প্রতি ক্রীড়ার সর্বোচ্চ আদালত দা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট বলেছে, কর ও অন্যান্য ফি কাটার পর রোনালদো যা অর্থ পাবেন, তা ক্লাবের পরিশোধ করতে হবে।

জুভেন্টাস তাদের এক বিবৃতিতে জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে তারা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ