ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিশ্বকাপ ফাইনাল ঘিরে প্রস্তুত বাংলাদেশি সমর্থকরা

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ১৯:২৫

মরুর দেশ কাতারের বুকে বিশ্বকাপ ফাইনালের লড়াই শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফুটবলে শ্রেষ্ঠত্বের ফাইনাল লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স।

বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব, সেই কম্পনের বড় ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। ইতোমধ্যে খেলা নিয়ে উত্তেজনা, উন্মাদনা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে। তবে এই জয়োল্লাসের বড় অংশ আর্জেন্টিনাকে ঘিরে। সারা বাংলাদেশে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকরা এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে নানা রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন।

কেউ বিশাল পতাকা টানিয়েছেন, ঢোল-বাদ্য পিটিয়ে আনন্দ শোভাযাত্রা করছেন, আবার একসাথে ফাইনাল খেলা দেখতে বিশাল ময়দানে প্রজেক্টর বসানোর পাশাপাশি চলছে খাওয়া দাওয়ার আয়োজনও। প্রস্তুত রাখা হয়েছে আতশবাজি, পটকা। তবে সেই আতশবাজি কোন দলের পক্ষে ফুটবে সেজন্য অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।

তবে বিশ্বকাপ উন্মাদনা ঘিরে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ