ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

নারীরা সমতাপূর্ণ মানবাধিকার থেকে বঞ্চিত : অধ্যাপক রাশেদা

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২২, ২৩:৫৫

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি অধ্যাপক রাশেদা খালেক বলেছেন, একুশ শতকের পৃথিবীতেও নারীরা সমতাপূর্ণ মানবাধিকার থেকে বঞ্চিত। দৈহিক ও মানসিকভাবে নির্যাতিত-নিপীড়িত। এর অবসান হওয়া অতি জরুরি।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার আয়োজনে রাজশাহী নগরীর বিনোদপুরস্থ রাশেদা কুঞ্জে সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য দেন লিগ্যাল এইড সম্পাদক আফরোজা আকতার শিল্পী, যুগ্ম- সম্পাদক সৈয়দা নূসরাত জাহান সম্পা, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, সদস্য নাসরিন লুবনা, নূরজাহান শ্যামলীনা।

সভায় উপস্থিত ছিলেন সাবীনা সুলতানা, উম্মে কুলসুম, হোসনে আরা খানম প্রমুখ।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ