ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

মাখামাখা ঝোলে বাতাসি মাছ 

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২২, ১৬:৫০

উকপরণ

বাতাসি বা কাজলি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৫ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি করে কাটা ৬-৭টি, টমেটো বড় ১টি কুচি করে কাটা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে হলুদ-মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মাছ হালকা মেখে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে সব মশলা ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মশলা কষানো হলে তাতে প্রয়োজনমতো পানি দিয়ে দিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছ হালকা লাল করে ভেজে নিন। এবার ভাজা মাছগুলো কষানো ঝোলের মধ্যে দিয়ে দিন। এরপর টমেটো, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে দিন। ঝোল মাখামাখা হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাতের সাথে মাখা মাখা ঝোলে রান্না করা বাতাসি মাছ খেতে খুবই মজা।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ