চীনের জিনয়ু শহরে একটি দোকানে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ৯ জন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলের জিয়াংশি প্রদেশে জিনয়ু শহরের অবস্থান। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য, বুধবার সন্ধ্যায় সেখানকার একটি দোকানের বেসমেন্টে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া উড়ছে। মানুষকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাপ দিতেও দেখা যায়।
আগুন লেগে হতাহতের এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এর আগে গত শুক্রবার চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ