ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

জনসংখ্যা বাড়াতে চীনের সব প্রচেষ্টাই ব্যর্থ

দ্রুত বৃদ্ধি পাচ্ছে বয়স্ক মানুষের সংখ্যা
প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪২

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি হয়েছে। এ অবস্থা সমাধানে দলটি চায় দেশটির আরও নারী সন্তানের মা হোক। এজন্য সস্তা আবাসন, কর সুবিধা ও নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশপ্রেম স্মরণ করিয়ে দলটি ‘ভালো স্ত্রী ও মা’ হওয়ার আহ্বান জানিয়েছে। তবে কোনো প্রচেষ্টাই কাজ করছে না। নারীরা বিয়ে ও বাচ্চা ধারণ এড়িয়ে চলায় ২০২৩ সালে চীনের জনসংখ্যা টানা দ্বিতীয় বছর সংকুচিত দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যা কমায় অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংকটের শঙ্কা আরও প্রকট হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের

বুধবার চীনের জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনবিএস) জনসংখ্যার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, ২০২৩ সালে চীনের জনসংখ্যা কমে ১৪০ কোটি ৯০ লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় ২০ লাখ ৮০ হাজার কম।

এনবিএসের তথ্যানুযায়ী, গত বছর দেশটিতে প্রতি ১ হাজার জনের বিপরীতে শিশুর জন্মহার ৬ দশমিক ৩৯। ২০২২ সালেও এ হার ছিল ৬ দশমিক ৭৭। ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে এটিই সবচেয়ে কম জন্মহারের রেকর্ড। ২০২৩ সালে চীনে ৯০ লাখ ২০ হাজার শিশুর জন্ম হয়েছে। এর আগের বছর দেশটিতে ৯৫ লাখ ৬০ হাজার শিশুর জন্ম হয়েছিল।

এনবিএস আরও জানিয়েছে, গত বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ২ শতাংশ। দেশটির সরকার ২০২৩ সালে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল। ২০২২ সালের তুলনায় গত বছর চীনের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। যদিও গত তিন দশকের বেশি সময়ের মধ্যে এখন চীনের অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।

চীনের অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয় শ্রমশক্তি কমতে থাকা। দেশটিতে ১৬ থেকে ৫৯ বছর বয়সি শ্রমশক্তি ২০২২ সালের তুলনায় গত বছর ১ কোটি ৭ লাখ ৫০ হাজার কমেছে। অন্যদিকে ৬০ বছরের বেশি বয়সিদের সংখ্যা ২০২২ সালের তুলনায় বেড়েছে ১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ