ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব চুরির মামলা করবে টুইটার

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২৩, ১০:৪৫
ছবি: সংগৃহীত

বাজারে টেক্সটভিত্তিক নতুন প্ল্যাটফর্ম এনেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। তবে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়েছে বিতর্ক। মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব চুরি ও কারিগরি প্রযুক্তি নকলের অভিযোগে মামলা দায়েরের ঘোষণা দিয়েছে প্রতিপক্ষ টুইটার। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আগে থেকেই মেটার মালিকানায় ছিল। এবার ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে নতুন আরেকটি সামাজিক মাধ্যম এনেছেন মার্ক জাকারবার্গ। যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই রীতিমত ঝড় তুলেছে থ্রেডস। চালু হওয়ার প্রথম ১৮ ঘণ্টার মধ্যেই সাইন-আপ করেছেন ৩ কোটিরও বেশি ব্যবহারকারী। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে অ্যাপল স্টোরের শীর্ষে উঠে এসেছে অ্যাপটি।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অল্প সময়ের মধ্যেই টুইটারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে থ্রেডস। কারণ হিসেবে তারা বলছেন, গত অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর বেশ উত্থান-পতনের মধ্যদিয়ে যাচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের নিত্যনতুন নিয়মের বেড়াজালে ফেলেছেন তিনি। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন মার্ক জাকারবার্গ। মেটার নতুন অ্যাপটি ফেসবুক এবং ইন্সটাগ্রামের ব্যবহারকারীদের সহজেই সাইন আপের সুযোগ থাকা এবং সহজেই ব্যবহার উপযোগী হওয়ায় খুব দ্রুত থ্রেডস জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন তারা।

তবে মেটার বিরুদ্ধে টুইটারের গোপন কারিগরি তথ্যের অপব্যবহার এবং মেধাস্বত্ত্ব চুরির অভিযোগে মামলা দায়ের হুমকি দিয়েছে টুইটার। মাইক্রোব্লগিং সাইটটির আইনজীবীর অভিযোগ, টুইটারের সাবেক কর্মীদের বড় অংকের টাকার বিনিময়ে ভাড়া করে থ্রেডস অ্যাপস তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাদের কাছ থেকে টুইটারের কারিগরি তথ্য ও প্রযুক্তি নকল করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

আপাতদৃষ্টিতে থ্রেডস অ্যাপটি দেখতে অনেকটা টুইটারের মতোই। এই অ্যাপ দিয়ে 'টেক্সট-ভিত্তিক কথোপকথন' চালানো যাবে বলে জানিয়েছে মেটা। ইনস্টাগ্রামের সঙ্গে নতুন এই অ্যাপটিকে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেইম দিয়েই থ্রেডসে লগইন করতে পারবেন ব্যবহারকারীরা।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ