ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রামে হাতির বিরুদ্ধে থানায় জিডি করলেন দোকানি 

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, ২২:৫৩
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে একটি দোকান ভেঙে মালামাল নষ্ট ও খেয়ে ফেলার অভিযোগে হাতির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবদুল হাকিম নামের এক দোকানি।

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের আমুরপাড়ায় এই ঘটনা ঘটে। পরে রোববার বিকালে আনোয়ারা থানায় হাতির বিরুদ্ধে জিডি করেন তিনি।

আবদুল হাকিম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা ও মুদি দোকানি।

জিডিতে আবদুল হাকিম উল্লেখ করেছেন, রোববার ভোর ৫টার দিকে হঠাৎ বন্য হাতির দল এসে আমার সেমিপাকা দোকানে আক্রমণ করে দরজা-শাটার ভেঙে ফেলে। এসময় আমি দোকানে ঘুমাচ্ছিলাম। শব্দ শুনে ঘুম ভাঙলে তাকিয়ে দেখি, দোকানের জিনিসপত্র তছনছ করছে হাতির দল। এসময় দৌড়ে দোকান থেকে বের হয়ে প্রাণে বেঁচে যাই। তবে হাতির দল দোকানের চাল, গম, চিনি, আটা ও ভুসিসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করেছে। এর প্রতিকার পেতে থানায় জিডি করেছি।

আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ সাংবাদিকদের বলেন, হাতির দল মুদি দোকান ভেঙে মালামাল নষ্ট ও খেয়ে ফেলার অভিযোগে একটি জিডি করেছেন দোকান মালিক আবদুল হাকিম। বিষয়টি তদন্ত করে দেখবো।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ