ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

পয়লা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

প্রকাশনার সময়: ১৩ এপ্রিল ২০২৪, ১০:৫৫

রাত পোহালেই বৈশাখের আগমন। কাঠফাটা গ্রীষ্মের আগমনী বার্তা দিচ্ছে আবহাওয়া। পয়লা বৈশাখে গরম কমার কোনো সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা থাকতে পারে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ। এদিন উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১৮ কিমি বেগে বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে রোববার ( ১৪ এপ্রিল) এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ১৪ এপ্রিল সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকারর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১৮ কিমি বেগে বাতাস বয়ে যেতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে, ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা তীব্র তাপ প্রবাহ হিসেবে বিবেচিত।

এদিকে শুক্রবার ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে চলছে।

শুক্রবার আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসেও বলা হয়েছে, আগামী পাঁচ দিন পর বৃষ্টির সম্ভাবনা আছে। এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর আগে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ