ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

এসএসসিতে জিপিএ-৫ পেল ২ লাখ ৬৯ হাজার শিক্ষার্থী

প্রকাশনার সময়: ২৮ নভেম্বর ২০২২, ১৪:০৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ১৪:০৮

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ছাত্র এক লাখ ২১ হাজার ১৫৬ জন ও ছাত্রী এক লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসির ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর পর দুপুর ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সনের পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ২০ লাখ ৩৪ হাজার ১৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩৯ হাজার ৮৮১ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেয়া ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন। তাদের মধ্যে ছাত্র এক লাখ ২১ হাজার ১৫৬ জন এবং ছাত্রী এক লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ড ও অন্যান্য চারটি বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। শিক্ষাবোর্ডটিতে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ