ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জিলকদ ১৪৪৫

ফিতায় বাঁধা ফাইল নিয়ে প্রতিবাদ নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২২, ১৩:৩৬

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনে লাল ফিতা দিয়ে বাঁধা কোর্ট ফাইল নিয়ে আন্দোলন করছেন ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা।

বুধবার (০৯ নভেম্বর) দুপুর থেকে পিএসসি গেটে মিছিল, কবিতা, গান ও বক্তৃতার মাধ্যমে এ অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

এর আগে দুর্নীতিবিরোধী শপথ পাঠ, মোমবাতি প্রজ্বলন, দড়িতে মুলা ঝুলানো, পিএসসির সামনে পরিষ্কার অভিযান, সাদা মুখোশ পরিধান ও কালো চশমা পরে প্রতিবাদ জানিয়েছেন তারা। তবে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিন চললেও পিএসসি থেকে দায়িত্বশীল কেউ তাদের সাথে যোগাযোগ করেনি।

এসময় আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা ‘কালো বিধির কালো হাত ভেঙ্গে দাও-গুঁড়িয়ে দাও’, ‘দুর্নীতির কালো হাত ভেঙ্গে দাও-গুঁড়িয়ে দাও’, ‘লাল ফিতার কালো হাত ভেঙ্গে দাও-গুঁড়িয়ে দাও’, ‘লাল ফিতার দৌরাত্ম্য মানি না মানবো না’ ইত্যাদি স্লোগানে মিছিল করেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ