ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

বিকেল ৫টার মধ্যে ব্যাংক বন্ধের নির্দেশ

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২২, ১৯:৪১ | আপডেট: ২২ আগস্ট ২০২২, ১৯:৪২

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্যও নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।

নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। আর বিকেল ৫টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে। আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সোমবার (২২ আগস্ট) সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার বলা হয়েছে, লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৫ টার মধ্যে সব কর্মকর্তা কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপ-শাখা বুথগুলো সার্বক্ষণিক খোলা রাখা যাবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ