ঢাকা, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জিলকদ ১৪৪৫

মুরগি-সবজির বাজার চড়া

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ১১:০৫

শীতের ভরা মৌসুমেও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। তবে পাইকারি বাজারে শীতকালীন সবজির দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব নেই। এছাড়াও সবজির পাশাপাশি মুরগির দাম বেড়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। শসা প্রতি কেজি ৬০-৭০ টাকায়, লম্বা বেগুন ৬০-৭০ টাকা, গোল বেগুন ৭০-৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, শিম ৪০-৬০ টাকা ও করলা ৬০-৮০ টাকা।

চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

অন্যদিকে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। রসুনের কেজি ১২০-১৩০ টাকা। আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলুর কেজি ২৫-৩০ টাকা।

বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। প্যাকেট চিনি কেজি ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। লাল চিনির কেজি ১৪০ টাকা। খোলা আটার কেজি ৬০-৬৫ টাকা। প্যাকেট আটার কেজি ৭০-৭৫ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়।

দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা। সয়াবিন তেলের লিটার ১৮৬ টাকা। পাঁচ লিটারের বোতল ৯২৫ টাকা। লবণের কেজি ৩৮-৪০ টাকা।

এসব বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন ১২০ টাকা, হাঁসের ডিমের ডজন ২১০-২২০ টাকা ও দেশি মুরগির ডিমের ডজন ১৮০-১৯০ টাকা। গরুর মাংস ৬৮০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি ৮৫০-৯০০ টাকা।

তবে বাজারে দাম বেড়েছে মুরগি। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। সপ্তাহ আগেও ব্রয়লারের কেজি ছিল ১৫০ টাকা। সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কেজি বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকায়। গত সপ্তাহে কেজি ছিল ২৫০-২৬০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকায়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ