ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ব্যাংক এশিয়ার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আল-ফালাহ ব্যাংক

প্রকাশনার সময়: ১৭ এপ্রিল ২০২৪, ২১:৫৭

ব্যাংক একীভূতকরণ নিয়ে আলোচনার মধ্যে এবার পাকিস্তানি মালিকানার ব্যাংক আল–ফালাহ অধিগ্রহণ করছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া।

বুধবার (১৭ এপ্রিল) পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ও দেশটির একাধিক গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানা গেছে।

ব্যাংক আল-ফালাহর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণের বিষয়ে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হুসেইন বলেন, ‘এটি একটি মূল্য সংবেদনশীল তথ্য। তাই এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত হলে পরে জানানো হবে।’

অন্য এক কর্মকর্তা বলেন, আগামীকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

তবে পাকিস্তানের শেয়ারবাজারে দেওয়া তথ্যে ব্যাংক আল-ফালাহ বলেছে, বাংলাদেশে তাদের কার্যক্রম অধিগ্রহণের বিষয়টি সব ধরনের প্রযোজ্য আইন ও বিধি মেনে করা হবে। অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে এখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক তথা স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদন চাইবে ব্যাংক আল-ফালাহ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ