ঢাকা, বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বাগাতিপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন 

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৩১

নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আ. রাজ্জাকের (৪৩) বাড়িতে আগুন লেগে তার স্বপ্ন পুড়ে গেছে।

বুধবারে (১৭ এপ্রিল) দিবাগত রাতে ওই দুর্ঘটনাটি ঘটে।

এতে ওই কৃষকের ১০টি ছাগল, ২টি রাজহাঁস, ২০টি বয়লার মুরগি ও ২টি গোয়াল ঘরসহ ধান মাড়াই করা মেশিন পুড়ে গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত আ. রাজ্জাকের দাবি রাতের অন্ধকারে কে বা কাহারা শত্রুতা করে আগুন লাগিয়েছে।

স্থানীয়রা জানান, আ. রাজ্জাক ছাগল মুরগি লালনপালন ও ভ্যান চালিয়ে খুব কষ্টে জীবনযাপন করেন। ঘটনার দিন রাতে পাশের বাড়িতে থাকা রাজ্জাকের মামী রিনা বেগম তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। তিনি হঠাৎ বাইরে শব্দ শুনতে পেয়ে বের হয়ে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন। তিনি ওই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও অর্থ সহায়তা প্রদান করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ