ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

অবৈধভাবে মাছ শিকার করায় ৩ জেলের ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ২০:৩৫

দশমিনা উপজেলা তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে ইলিশ অভয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা সময় নৌ-পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাছ শিকার করায় ৩ জেলেকে আটক করা হয়েছে। এসময় সাড়ে ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো.নাজমুল হাসান, ক্ষেত্র সহকারী মো.মিলন বিশ্বাস, নৌপুলিশ ফাঁড়ি উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল মামুনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালানা করেন।

আটক ৩ জেলেকে মোবাইকোর্ট এর মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াসিউজ্জামান চৌধুরী।

আটকরা হলেন- উপজেলার চর বোরহান ইউনিয়নের বিল্লাল শিকদারের ছেলে টিপু (৩০) জহিরুল ইসলাম, রণগোপালদী ইউনিয়ন মৃত্যু সোবহান গাজীর ছেলে মো. রাসেল (২৬)।

পরে জব্দকৃত জাল তেতুঁলিয়া নদীর তীরবর্তী হাজিরহাট নদীর পাড়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ