ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ময়মনসিংহে মাইক্রোবাস খাদে পড়ে ৪ জন নিহত

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৩, ০৭:২৯ | আপডেট: ১৩ মার্চ ২০২৩, ১০:২৩

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষিয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, রাঙামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে দুই নারী ও এক শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ