ঢাকা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জিলকদ ১৪৪৫

ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ১২

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে মধ্যপ্রদেশের গুনা জেলায় ডাম্পারের সাথে সংঘর্ষের পর একটি বাসে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৪ জন গুরুতর আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। গুনা-অ্যারন সড়কে একটি ডাম্পারের সাথে ওই প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষ হয় জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আহতদের চিকিৎসার জন্য গুনা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুনা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, আগুনে বাসের ১২ জন যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি অ্যারনের দিকে যাচ্ছিল এবং ডাম্পারটি গুনার দিকে আসছিল। বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ