ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

সাত সকালেই ঝরে গেল শ্যালক-দুলাভাইয়ের প্রাণ

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ১১:০২

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের আবু বকর মিয়ার ছেলে মারুফ (৩২) ও একই উপজেলার ভুয়াতলা গ্রামের আলমগীর তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার (১৮)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ ও বায়জিদ। পথে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেলটি রাস্তার সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ