ঢাকা, রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৩ জিলকদ ১৪৪৫

মাঠে নামছে বিএনপিসহ ৩৩ দল, সতর্ক আ’লীগ

প্রকাশনার সময়: ৩০ ডিসেম্বর ২০২২, ১১:১০

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল নিয়ে আজ রাজধানীতে একযোগে মাঠে নামছে বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বেশ কিছু দাবিতে ঢাকায় এই কর্মসূচি পালন করবে তারা।

এদিকে গণমিছিল ঘিরে সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গোটা রাজধানীতে কয়েকটি স্পটে বিভক্ত করে দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে অবস্থান করবেন। অবস্থান করবেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বিএনপি নয়া পল্টনে মিছিল করবে। এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, ফকিরেরপুল পানির ট্যাঙ্ক এলাকায় ১২ দলীয় জোট, পুরানা পল্টন ক্রসিংয়ে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি ক্রসিংয়ে এলডিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিল করবে।

আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়েছেন, বায়তুল মোকাররমসহ মসজিদগুলোর আশপাশেও তারা সতর্ক পাহারা থাকবে। পাশাপাশি রাজধানীর ৯টি গুরুত্বপূর্ণ স্পটে বড় জনসমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি। গণমিছিলের নামে বিএনপি কোনও সহিংসতা করার অপচেষ্টা করলে তার প্রতিরোধ গড়ে তুলবে ক্ষমতাসীন দলটি।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সাথে বর্ধিত সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই সভায় তিনি নেতাদের নগরের প্রতিটি থানা-ওয়ার্ডে ৩০ ডিসেম্বর মাঠে সতর্ক পাহারায় থাকার দিক-নির্দেশনা দেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ