ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

কারাগার থেকে আর আদালতে নয়, আসছে সিদ্ধান্ত

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২২, ০২:০৬

বিভিন্ন মেয়াদে দণ্ডসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামিকে কারাগার থেকে আদালতে না পাঠানোর পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার; সিদ্ধান্ত হয়েছে এমন ক্ষেত্রে বিচার কার্যক্রম ভার্চুয়ালি চালানোর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় নিরাপত্তায় ঝুঁকি রয়েছে এমন সাজাপ্রাপ্ত আসামিদের আদালতে ভার্চুয়ালি হাজিরার বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে কাজ শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার এ বিষয়ে কাজ শুরুর কথা জানিয়েছেন।

ঢাকার আদালত পাড়া থেকে গত রোববার মৃতুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপের বিষয়টি সামনে আসে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় এ দুই সদস্য প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ