ঢাকা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

দেশের আকাশে দেখা মিলল গোলাপী চাঁদ

প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২৪, ২২:৩৩

বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। রাতের আকাশে দেখা মিলল গোলাপী রঙের চাঁদের। মহাজাগতিক এই ঘটনাকে গোলাপী চাঁদ বা পূর্ণিমা বলা হয়। বিরল এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে বিভিন্ন স্থানে ছাদে উঠে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন অনেকে।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে গোলাপী চাঁদ দেখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ সময় গোলাপী চাঁদ দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ক্যাম্পে গোলাপী চাঁদের ইতিহাস সর্ম্পকে স্পষ্ট ধারণা পান শিক্ষার্থীরা।

বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে, তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়।

প্রতি বছরের এপ্রিল মাসে এই দুর্দান্ত মহাজাগতিক ঘটনা ঘটে। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও বিভিন্ন বর্ণের দেখায়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ