ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

প্রকাশনার সময়: ০৬ মে ২০২৪, ১৫:২৪ | আপডেট: ০৬ মে ২০২৪, ১৫:৩০

সুন্দরবনে আগুন লাগার তিনদিন পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা দিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাইজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সুন্দরবনের আগুন শতভাগ নিয়ন্ত্রণে এসেছে। তবে যেখানে আগুন দেখা যাবে, সেখানে পানি ছিটানো হবে।

সোমবার (৬ মে) বেলা পৌনে ১১টার দিকে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

লেফটেন্যান্ট কর্নেল তাইজুল ইসলাম চৌধুরী আরও বলেন, বনে পাতার অনেক মোটা স্তর রয়েছে। এসব স্তরের নিচে নিচে আগুন থাকতে পারে, তাই, আরও দুই দিন পানি ছিটানো হবে।

গত শনিবার বিকেল ৪টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের মধ্য আমরবুনিয়া সুন্দরবনের অংশে স্থানীয় লোকজন আগুনের ধোয়া দেখতে পান। এরপর থেকে বন বিভাগ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরসি) সদস্যসহ স্থানীয় শত শত নারী ও পুরুষ আগুন নেভানোর কাজ করেছেন।

সরেজমিনে দেখা যায়, তিনদিন পর সোমবার সকালেও সুন্দরবনে আগুন জ্বলতে দেখা গেছে। যেখানে আগুন দেখা যাচ্ছে, সেখানে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া আগুন লাগা ছয় একর ভূমির ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে।

সোমবার সকালে বিভাগীয় বন সংরক্ষক পূর্ব সুন্দরবন খুলনার মিহীর কুমার দো গণমাধ্যমকে জানান, আগুন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আগামী দুইদিনও বন বিভাগের কর্মীরা আগুন লাগা এলাকায় থাকবেন।

মোরলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আগুন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিস টিম আগুন লাগা ছয় একর বনভূমি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ