ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

বার্সার হারে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৪, ১৮:৪২ | আপডেট: ০৫ মে ২০২৪, ১৯:৪৯

শনিবার রাতে কাদিজের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর লা লিগা শিরোপা জয়ে এগিয়ে ছিলো রিয়াল মাদ্রিদ। এবার জিরোনার মাঠে বার্সেলোনার হারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে রিয়ালের শিরোপা।

৩৬তম লা লিগা ট্রফি জিতে গতকাল রাত থেকেই আনন্দে ভাসছে রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকার কারণে জয়ের উদ্‌যাপনকে আপাতত সীমিতই রাখছে। শিরোপা নিশ্চিত হওয়ার পর গতকাল রাতে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রিয়াল অধিনায়ক নাচো।

তিনি বলেছেন, ‘আমরা খুবই আনন্দিত। লিগ জেতা খুবই কঠিন। এটি বছরজুড়ে করা আমাদের কঠিন পরিশ্রম এবং আত্মত্যাগের ফল। আমরা খুব খুশি। এখন উপভোগ করব এবং বুধবারের ম্যাচ নিয়ে ভাবব। সেদিন আমাদের বড় একটি ম্যাচ খেলতে মাঠে নামতে হবে।’

নাচো আরও বলেছেন, ‘যখন একটি দল লিগ জেতে, এর অর্থ হচ্ছে দলটি ধারাবাহিক। রক্ষণে আমরা যে কাজ করছি তা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেকগুলো ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছিলাম। আক্রমণে আমরা জানি যে আমাদের শক্তি আছে। সব মিলিয়ে পুরো দল দারুণ একটি মৌসুম কাটিয়েছে। আমরা এমন একটি ধারাবাহিক এবং লড়াকু দল দেখেছি যারা কখনো হাল ছাড়ে না। আমরা অসাধারণ এক দল এবং লা লিগায় প্রতি ম্যাচেই আমরা তা দেখিয়েছি।’

অধিনায়ক হিসেবে লা লিগা শিরোপা জিতে শৈশবের স্বপ্নও পূরণ হয়েছে নাচোর, ‘আমি যদি বলি যে আমি আমি শৈশবে অধিনায়ক হিসেবে লা লিগা জেতার স্বপ্ন দেখিনি, তবে তা মিথ্যে বলা হবে। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ জেতা অসাধারণ ব্যাপার, অধিনায়ক হিসেবে সেটি আরও দুর্দান্ত কিছু।’ এ সময় সমর্থকদেরও ধন্যবাদ দেন রিয়াল অধিনায়ক, ‘মাদ্রিদ সমর্থকদের অভিনন্দন। মৌসুমজুড়ে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এটা খুব জরুরি ছিল।’

শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসলেও উদ্‌যাপনটা আপাতত সীমিতই রাখতে চান নাচো। তিনি বলেন, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ থেকে এক ধাপ দূরে এবং আরেকটি ফাইনাল খেলার দ্বারপ্রান্তে। আমরা সেই ম্যাচে নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দেব। সে জন্য আমরা এই মুহূর্তে খুব বেশি উদ্‌যাপন করতে পারি না। এখনই আমাদের বুধবারের ম্যাচের প্রস্তুতি নিতে হবে।’

এদিকে একই রাতে বার্সাকে হারিয়ে রিয়ালের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলাও নিশ্চিত করেছে জিরোনা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ