ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ঈদের ছুটিতে সড়কে ঝরল ৬৭ প্রাণ

প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২৪, ০৮:০৮

ঈদের ছুটিতে প্রতিবারই সড়ক দুর্ঘটনার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আগে-পরে গত ছয় দিনে সড়কে প্রাণ হারিয়েছেন ৬৭ জন। এর মধ্যে বেশির ভাগই বাইক দুর্ঘটনা। ফাঁকা রাস্তা পেয়ে উঠতি বয়সি তরুণ এবং যুবকরা ঈদের ছুটিতে বেপরোয়া বাইক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঈদের সময় বাইক দুর্ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, দেশের মোট দুর্ঘটনার অর্ধেকের বেশিই বাইকে ঘটে থাকে। তার মধ্যে ঈদের সময় সবচেয়ে বেশি ঘটে। এ সময় অনেকেই মহাসড়কে যানজট এড়াতে বাড়ির পথে যাত্রা করেন। দেখা যায়, সাধারণ সময়ে হয়তো বাইকে একজন থাকেন, কিন্তু ঈদের সময় স্ত্রী, বাচ্চা এবং নিজে থাকার পরও পেছনে একটা কাপড়ের ব্যাগ থাকে। যেটা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। এ কারণেই দুর্ঘটনা বেশি ঘটে। ব্যুরো, প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

নারায়ণগঞ্জ: জেলা শহরের শহীদনগর এলাকায় অটোরিকশার চাপায় হোসেন মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে, ফটিকছড়ি, পটিয়া ও মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনা নয়জন নিহত হয়েছেন। শনিবার রাতে, শুক্রবার বিকাল ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সোনাইছড়ি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে শাহাদাত হোসেন (১৩), বানুর বাজার এলাকায় গাড়িচাপায় এক মানসিক প্রতিবন্ধী নারী, বাবুনগর এলাকার ওহিদুলের ছেলে আব্দুল্লাহ (১৫), দৌলতপুরের মো. ইউসুফের ছেলে মোস্তাকিম (১৩), চট্টগ্রামের বোয়ালখালী থানার পশ্চিম গোমদণ্ডী এলাকার মো. মামুন (২২), মো. ইমরান (১৬), জানে আলম চৌধুরী (৭০) সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার মোজাফফর আলী চৌধুরী বাড়ি প্রকাশ নওশা মিয়া চেয়ারম্যান বাড়ির মৃত হাফেজ আহম্মদের ছেলে নুরের নবী শিমুল (৩০), ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের নুরুল হকের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায়, উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় ও গুলশানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গুলশান-২ গোল চত্বর এলাকায় ও বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রেজাউল (৩৫) নামে এক রিকশা চালক তানজিলা আক্তার (২০) নামে এক নারী ও অজ্ঞাত পরিচয় (২৭) এক নারী।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার বড়ইতলী এলাকার আসিফ মাহমুদ (২৬) ও তার স্ত্রী তানজিম বকশী (২১)।

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে জাহানারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দ্বো-সীমানা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর: শরীয়তপুরে ভাগনির বিয়েতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে নীরব মাদবর (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার চর চিকন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীরব মাদবর চিকন্দী ইউনিয়নের আবুড়া এলাকার ইসহাক মাদবরের ছেলে।

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসের চাপায় বাইকের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাহুবল উপজেলার বাংলাবাজার বৃন্দাবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের কামাল মিয়ার ছেলে সজিব মিয়া (২৫) এবং একই গ্রামের সালমান মিয়া (২২)।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বেগুনবাড়ি এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬) ও ওই এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪)।

কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩) নামে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আফজাল পার্শ্ববর্তী জেলা বরগুনার বরইতলা ও জাকারিয়া চড়পাড়া এলাকার বাসিন্দা।

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাসচাপায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উজ্জল সরদার (২২) বরিশাল জেলার উজিরপুরের বাসিন্দা ও দ্বীন ইসলাম (১৮) বরিশাল জেলার বাকেরগঞ্জের বাসিন্দা।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ও রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মোহাম্মদ তৈয়ব আলী (৩৪) ও মোহাম্মদ খাইরুল হাসান দিহান (১৯) মানিকনগর ওয়াশা রোডের ৬৬/বি নম্বর বাসার কামরুল হাসানের সন্তান।

যশোর: যশোর শহরে বেনাপোলগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় হাসান নামে এক ভ্যানচলক নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান চাঁচড়া বাজার মোড় এলাকার রবিউল্লাহর ছেলে।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট: সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) এবং সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।

রাজশাহী: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— পবা উপজেলার কয়রা গ্রামের সাধু মিয়ার ছেলে শান্ত হোসেন (২০) ও আক্কাস আলীর ছেলে ফাহিম ইসলাম (২০)। অপর আরেকজনের নাম আজিজুল ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়া গ্রামের আকানির ছেলে। এর মধ্যে শান্ত ও ফাহিম বৃহস্পতিবার ও আজিজুল শুক্রবার মারা যান।

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে দুই বাইকের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনাহার-দেবীগঞ্জ সড়কের নতুন বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার দণ্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারিতলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬), একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৭), দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনু রহমানের ছেলে সাব্বির (২২) ও একই এলাকার হজরত আলীর ছেলে বরকত (১৭)।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার বটতলী ও বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— আলী হোসেন (১৭) ও মেহেদী হাসান পায়েল (২০)। তারা দু’জন বাইক আরোহী। আলী হোসেন গুইমারা বাজারের মুরগি ব্যবসায়ী হারুনুর রশীদের ছেলে ও বড়পিলাক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মেহেদী হাসান পায়েল।

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে পিকআপভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জনসহ পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ও রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে মজিবুর রহমান (২৭), তার ভাগনী মীম আক্তার (২০), ভাগিনা আবু হুরায়রা (৯), তার চাচা জসিম (৩০) ও প্রতিবেশী গ্রাম জালালপুরের হেলাল, বাবুল, নারায়ণগঞ্জরে গাউসিয়া আমলাবো এলাকার শাহিন (২৩) এবং সানি (২২) ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাইক দুর্ঘটনায় মো. শফিকুল ইসলাম (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আউলিয়াবাজার থেকে তার নিজের বাড়িতে ফেরার পথে ভিটিদাউদপুর মধ্যপাড়া এলাকায় গাছে ধাক্কা লাগলে শফিকুল আহত হন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নড়াইল: নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ডৌয়াতলায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম আলছাফ মাতুব্বর (২২)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি ও জাফর হোসেন (৫০)।

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় সদরে তিনজন, ত্রিশালে চারজন ও তারাকান্দায় একজন নিহত হয়েছেন। সদর উপজেলায় নিহতরা হলেন— শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকার লুৎফর রহমান (৩০) তার স্ত্রী শাহনাজ পারভীন (২৫) ও তাদের দুই বছরের শিশু মাহিন। ত্রিশালে নিহতরা হলেন— দুপুরে ত্রিশাল উপজেলার কাজিরকান্দা গ্রামের বাসিন্দা নাসিমা আক্তার (৩৫), জিহাদ মিয়া (২৪)। সকালে একই উপজেলায় সড়ক দুর্ঘটনায় আপেল মিয়া (২৫) ও মারুফ হোসেন (১৮) নামে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে আপেল মিয়া নান্দাইল উপজেলার ও মারুফ হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তারাকান্দায় উপজেলার টিংগুলিয়া কান্দা গ্রামের মেহের আলী মুন্সির ছেলে আবুল বাশার (৫৫)।

দিনাজপুর: ঈদের নতুন জামা কিনে বাসায় ফেরার পথে দিনাজপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর উপজেলার বিরামপুর-ডাঙ্গাপাড়া আঞ্চলিক সড়কের মণ্ডপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন হাকিমপুর উপজেলার চেংগ্রাম এলাকার রইচ মণ্ডলের ছেলে।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার বাসিন্দা খালিদ হোসেন (১৮), তামিম হোসেন (১৮), চুয়াডাঙ্গার বাসিন্দা শামীম হোসেন (১৭) ও ইখতার মণ্ডল (৭০)।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মোটরবাইক ও প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে উপজেলার চুনিয়া মোটের বাজার এলাকার সিয়ামের (১৭) নাম-পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

ভোলা: ভোলায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে মালবাহী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর (৫০) নামরে এক যুবকের মৃত্যু হয়।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ