ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

এলোমেলো পাকিস্তান, থামল ১৩৭ রানে

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২২, ১৫:৫৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০২২, ১৬:০১

শুরু থেকেই অনেকটাই বিবর্ণ পাকিস্তান। শুরু থেকে পাকিস্তানকে চাপে রাখা ইংল্যান্ড মাঝে কিছুটা খেই হারালেও পরে উইকেট তুলে নিয়েছে ঠিকই। সংগ্রহটা বড় হলো না। পাকিস্তানের পুঁজিটা প্রত্যাশামতো বাড়েনি।

৮ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামল বাবর আজমের দল। ট্রফি জিততে ইংল্যান্ডকে করতে হবে ১৩৮ রান।

এরআগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ দলপতি জস বাটলার। দেখেশুনে শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান।

শুরুর থেকেই দেখেশুনে সাবধানী ব্যাটিং করেন দুই ওপেনার। যে কারণে পাওয়ার প্লে'তে আসে মাত্র ৩৯ রান। প্রথম তিন ওভারে ১৬ রান নিতে পারেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

শেষ পাঁচ ওভারেও টি-টোয়েন্টি মেজাজে খেলতে পারেনি পাকিস্তান। শেষ ৫ ওভারে এসেছে মাত্র ৩১ রান।

১৬তম ওভারে এসেছে ১৩ রান, ১৭তম ওভারে মাত্র ৩। পরের তিন ওভারে আসে মাত্র যথাক্রমে ৫, ৪, ৬।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ