ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

আমি আমার পথেই থাকব, আপনারা নিজেদের পথ খুঁজুন : মাশরাফি

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২২, ১৯:০৪ | আপডেট: ০১ নভেম্বর ২০২২, ১৯:২২

ব্যাক্তিগত সম্পদ নিয়ে এবার আলোচনায় বাংলাদেশ জাতীয় দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কোনো সূত্রের উল্লেখ ছাড়াই ক্রিকট্র্যাকার নামের একটি বিদেশী ওয়েবসাইট বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ৫১০ কোটি টাকার সম্পদের মালিক বলে তথ্য প্রচার করে। এরপরেই শুরু হয় আলোচনা। মাশরাফি শুরুতেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ক্রিকট্র্যাকার অবশ্য সেই তথ্য তাদের ওয়েবসাইট থেকে শরিয়ে নিয়েছে। তবে থেমে নেই মাশরাফি চর্চা।

সমালোচানার মুখে এবার নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্ট করে মাশরাফি বলেছেন, ‘আমি আমার পথেই থাকব। আপনারা নিজেদের পথটা খুঁজতে থাকুন!’

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় তার ভ্যারিফাইড পেজে এ পোস্ট করেন মাশরাফি। পোস্টে মাশরাফি আরো উল্লেখ করেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য সাংবাদকর্মীরে সঙ্গে মিশেছি, তাদেরকে কাছ থেকে দেখেছি। এমন অনেক সাংবাদিক আছেন, ক্রিকেট তাদের কাছে শুধু পেশাই নয়, আরও বেশি কিছু। অনেক সীমাবদ্ধতা, ক্যারিয়ার নিয়ে অনেক অনিশ্চয়তা মধ্যেও অনেকেই অনেক কষ্ট করে কাজ করে যান ক্রিকেট খেলাকে ভালোবেসে, দেশের ক্রিকেটকে ভালোবেসে। তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা সবসময়ই ছিল, আছে ও থাকবে।’

দেশ সেরা সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমাকে নিয়ে প্রকাশিত খবরটির জন্য এখানে দুঃখপ্রকাশ করা হয়েছে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তবে সব মিডিয়ারই বোঝা উচিত, আমাদের পরিবার আছে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আছে, সামাজিক মর্যাদা ও আত্মমর্যাদা আছে। স্পর্শকাতর কোনো খবর প্রকাশের আগে তাই যতটা সম্ভব নিশ্চিত হওয়া উচিত।’

সমালোচকদের নিজেদের পথ ধরতে বলে এ সংসদ সদস্য লিখেন, ‘আমার বিরোধী মতের যে ভাইরা মনে করছেন, এসব উড়ো খবরকে পুঁজি করে আমার সম্মানহানি করবেন, তাদেরকে বলব, আপনারা কেবল সময় নষ্টই করছেন। রাজনীতির এই বিশাল জগতে মাশরাফি তুচ্ছ ও নগন্য একজন। আমার দল এত ঐতিহ্যবাহী এবং এতটা বড়, সেখানে আমি খুবই ক্ষুদ্র ও সামান্য একজন। আমার মতো একজনের পিছু লেগে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা। আমি আমার পথেই থাকব। আপনারা নিজেদের পথটা খুঁজতে থাকুন!’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ