ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৩১

অবসরের ঘোষণা দিয়েছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। বর্ণাঢ্য ক্যারিয়ারে টেনিসের সেরার কাতারে নিজের নাম ধরে রেখেছেন ৪১ বর্ষী এই তারকা। শেষ কয়েকবছর ভুগেছেন হাঁটুর চোটে। গতবছর উইম্বলডনে সবশেষ ম্যাচ খেলেছিলেন ফেদেরার।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন ২০ বারের গ্রান্ড স্লাম জয়ী সুইস সেনশেসন।

সুইস তারকা ইনস্টাগ্রামে লিখেছেন, অনেকেই জানেন, গত তিন বছর চোট এবং অস্ত্রোপচারের মতো চ্যালেঞ্জের মুখে ছিলাম। প্রতিযোগিতামূলক ফর্মে ফিরে আসতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমার শরীরের সক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানি। ইদানিং শরীর আমাকে জানান দিচ্ছিল, আমার বয়স এখন ৪১ বছর।

গেল কয়েকবছরে অনেকবার হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন ফেদেরার। এ সময়ে খুব বেশি টুর্নামেন্টও খেলতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন হয়ে অংশ নিতে পারেননি উইম্বলডনেও। এবার চোটের সঙ্গে যুদ্ধে হার মানলেন টেনিস সম্রাট। ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিচ্ছেন।

মাথায় সাদা ফেট্টি বেঁধে কোর্টে দাপট দেখানো ফেদেরার লিখেছেন, ২৪ বছরে পনেরশ’র বেশি ম্যাচ খেলেছি। আমি স্বপ্নেও যেমন ভাবিনি তারচেয়েও দারুণ কিছু দিয়েছে টেনিস। প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষ করার সময়ে এটাকে অবশ্যই আমার চিনতে হবে। লন্ডনে পরের সপ্তাহে লেভার কাপ হবে আমার শেষ এটিপি আসর। অবশ্যই ভবিষ্যতে টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্ল্যামে বা সফরে নয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ