ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

শুরুতেই হোঁচট খেলেন রাদুকানু 

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২২, ১১:১৫

ইউএস ওপেন শিরোপা ধরে রাখার মিশনে প্রথমেই হোঁচট খেলেন এমা রাদুকানু। ফ্রান্সের এলিজে কর্নেটের কাছে সরাসরি সেটে হেরে গেছেন তিনি।

গত বছর টিনএজ কোয়ালিফায়ার হিসেবে ইউএস ওপেন জিতে বিশ্বকে চমকে দেন ১৯ বছর বয়সী রাদুকানু। যে ফ্লাশিং মিডোসে ইতিহাস গড়েছিলেন, সেখানে তার ফেরাটা মনে রাখার মতো হলো না।

ব্রিটিশ নাম্বার ওয়ান শুরু থেকে শেষ পর্যন্ত লাপাত্তা হয়ে ছিলেন অভিজ্ঞ কর্নেটের কাছে, নিউ ইয়র্কে হেরেছেন ৬-৩, ৬-৩ গেমে। ১১তম বাছাই হিসেবে রাদুকানু র‌্যাংকিংয়েও নিচে নেমে যাবেন।

২০১৯ সালে চতুর্থ ইউএস ওপেন জেতা রাফায়েল নাদাল দুই বছর পর অল ইংল্যান্ড ক্লাবে ফিরেছেন রাজার বেশে। অবশ্য অস্ট্রেলিয়ান খেলোয়াড় রিঙ্কি হিজিকাতার কাছে শুরুতে ধাক্কা খান রেকর্ড ২২ গ্র্যান্ড স্লাম জয়ী। শেষ পর্যন্ত ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্প্যানিশ দ্বিতীয় বাছাই। দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ফ্যাবিও ফগনিনি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ