ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬

ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ফিদে মাস্টার নীড়

প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২৪, ১০:১০

বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড় থাইল্যান্ডে অনুষ্ঠানরত ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন ২০২৪-এ ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে পরাজিত করেছেন। গত সোমবার অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুর বিরুদ্ধে জয়ী হন।

তৃতীয় রাউন্ড শেষে মনন রেজা নীড় ৩ খেলায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১২ জনের সাথে মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এদিকে তিন খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান দুই পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক দেড় পয়েন্ট করে অর্জন করেছেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান কোন পয়েন্ট পাননি। তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের বসন্ত কুমার রাজেসকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সাথে ড্র করেন। ফিদে মাস্টার নাইম হক ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহর কাছে ও তাসরিক সায়হান শান ভারতের তানিশ রাগাভানের কাছে হেরে যান।

নারায়ণগঞ্জে বেড়ে উঠেছেন দাবাড়ু মনন রেজা নীড়। শেখ কামাল যুব গেমসে দাবা ডিসিপ্লিনের স্বর্ণ জিতেছেন। বয়সভিত্তিক পর্যায়ে শিরোপা জেতার পাশাপাশি স্কুল পড়ুয়া এ শিক্ষার্থী জাতীয় দাবায় শীর্ষ কয়েকজনের মধ্যে থাকেন। দেশের বাইরে আন্তর্জাতিক এক টুর্নামেন্টে সেরা বিদেশি দাবাড়ুর স্বীকৃতি পেয়েছিলেন।

অল্প বয়সেই দাবার ক্যান্ডিডেট মাস্টার টাইটেল থেকে ফিদে মাস্টার হয়েছেন। এরপরের দুই ধাপ আন্তর্জাতিক মাস্টার ও গ্র্যান্ডমাস্টার। সম্ভাবনাময়ী এই দাবাড়ুর পেছনে দাবা ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা বিশেষভাবে নজর রাখছে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ