ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জিলকদ ১৪৪৫

সিরিজ জিততে নেমে ১১০ রানে গুটিয়ে গেল টাইগাররা

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯

নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ইতিহাস গড়া জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়টি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। আজ মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছে দুই দল। স্বাগতিকদের বিপক্ষে বে ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা।

তবে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। এরপর দ্রুত উইকেট হারিয়েছে লাল-সবুজের দল। কিউই বোলারদের তোপে শেষ পর্যন্ত ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে শেষ পর্যন্ত নাজমুল শান্তর দল সংগ্রহ করেছে ১১০ রান।

কিউইদের বিপক্ষে ব্যাট করতে নেমে টিম সাউদির বলে চার মেরে দারুণ কিছুর আভাসই দিয়েছিলেন সৌম্য। তবে ম্যাচের চতুর্থ বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর ক্রিজে আরেক ওপেনার রনি তালুকদারের সঙ্গী হন অধিনায়ক শান্ত।

তবে শান্তও আজ ভরসার প্রতীক হয়ে ওঠতে পারেননি। তিনিও ফিরেছেন দ্রুতই। ৪ চারে ১৫ বলে ১৭ রান করে পঞ্চম ওভারে শান্ত বিদায় নেয়ার পরের ওভারেই আউট হন আরেক ওপেনার রনি তালুকদার। এরপর আফিফ হোসেন এবং হৃদয় ফিরেছেন দ্রুতই। ফলে ১১ ওভারে দলীয় ৬৮ রানেই পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর শামিম হোসেন, শেখ মেহেদীরাও আজ দলের হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ১১০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ