শেষ হলো কাতার বিশ্বকাপের মহাযজ্ঞ। দীর্ঘ তিন যুগের হাহাকার ঘুচিয়ে সোনালি ট্রফিটা নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে ৩-৩ গোলের সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর ভাগ্য পরীক্ষায় যাওয়া ফাইনাল জিতে বিশ্বকাপ হাতে নিল লিওনেল স্কালনির শিষ্যরা।
আর্জেন্টিনার এই জয়ে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের মনে আনন্দের জোয়ার বইছে। বিশেষত লিওনেল মেসির অধরা স্বপ্ন পূরণে সকলের মনেই স্বস্তি। মেসির হাতে ওঠার পর যেন বিশ্বকাপ ট্রফিটাই পূর্ণতা পেয়েছে।
রাতেই সোনালি ট্রফি নিয়ে স্টেডিয়ামে ব্যাপক উদযাপনে মেতে উঠে পুরো আর্জেন্টিনা শিবির। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ে যান মেসি-ডি মারিয়ারা। সেখানে পৌঁছে রাতের খাবার খেয়ে আর কাল বিলম্ব করেনি দলের ফুটবলার ও কোচিং স্টাফরা। এর পরপরই পুরো দল উড়াল দেয় দেশের উদ্দেশ্যে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ