ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

বিশ্বকাপ জিতে কত টাকার চেক পেল মেসিরা

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ১৩:২৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২, ১৪:০৪

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। সমর্থকদের জয়োল্লাসে প্রকম্পিত হচ্ছে সাদা-নীলের আকাশ বাতাশ। এ যেনো পরম পাওয়া। মুহূর্তে মুহূর্তে আনন্দের শিহরণ।

রোববার (১৮ ডিসেম্বর) কাতার ফুটবল বিশ্বকাপের শেষ ম্যাচে লুসাইল স্টেডিয়াম যেনো তাই দেখালো বিশ্বের সর্বস্তরের ফুটবল প্রেমীদের।

এই লুসাইল আর্জেন্টিনার ৩৬ বছর পর সোনার মুকুট ছুঁয়ে দেখার সাক্ষী হয়ে থাকলো। সাক্ষী হয়ে থাকলো লাখো কোটি সমর্থক।

সবশেষে ট্রফি পেলেন মেসিরা। পেলেন সোনার হরিণ। এই সোনার ট্রফির ওজন ৬.১৭ কেজি। এখানে আছে ১৮ ক্যারেট সোনা। এরসঙ্গে আছে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৪০ কোটি টাকা) একটি চেক।

রানার্সআপ ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।

বাকিরাও ফেরেনি খালি হাতে। চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)। কোয়ার্টারের পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ