ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২২, ০০:০৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২, ০১:০৬

রুদ্ধশ্বাস, রোমাঞ্চ আর তুঙ্গস্পর্শী উত্তেজনা। সব মিলিয়ে বলা যায় এক মহা কাব্যিক এক ফাইনাল। ক্ষনে ক্ষনে গড়ালো ম্যাচের রং। আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে ড্র। অতিরিক্ত সময়ে মেসি ও এমবাপের গোলে ব্যবধান ৩-৩। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি আর্জেন্টিনার (৪-৩)।

৩৬ বছর পর শিরোপা খরা ঘুচল আর্জেন্টিনার। মেসির হাতে উঠল পরম আরাধ্যের সোনালী ট্রফি।

দুর্দান্ত একটা বিশ্বকাপ সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটা যেন রেখে দিয়েছিল ফাইনালের জন্য! লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে লম্বা একটা সময় ২-০ গোলে এগিয়ে থাকল আর্জেন্টিনা।

দুই মিনিটের মধ্যে দুই গোলে সমতা ফেরালেন কিলিয়ান এমবাপে। নাটকীয়তার তখনও অনেক বাকি।

অতিরিক্ত সময়ে আবার দলকে এগিয়ে নিলেন মেসি। আরেকটি পেনাল্টি পেয়ে সুযোগ কাজে লাগালেন এমবাপে। শেষ মুহূর্তে এমিলিয়ানোর দুর্দান্ত সেভে ম্যাচ গড়াল টাইব্রেকারে।

সেখানে একটি শট ফেরালেন মার্তিনেস। ফ্রান্সের একটি শট বেরিয়ে গেল পোস্ট ঘেঁষে। বিপরীতে আর্জেন্টিনার হয়ে একে একে জাল খুঁজে নিলেন মেসি-দিবালা-পারেদেস-মনতিয়েল।

১৯৮৬ সালের পর প্রথমবার শিরোপা জিতল আর্জেন্টিনা। অবসান ঘটল ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ