ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

বন্ধ টুইটারের সব কার্যালয়, চলছে ছাঁটাই 

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ০৮:০১

বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম টুইটারের সব কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে অভ্যন্তরীণ সিস্টেমে কর্মীদের প্রবেশাধিকারও স্থগিত করা হয়েছে। যার ফলে এখন কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।

চাকরিচ্যুত করার বিষয়ে ই–মেইল করে জানানো হবে কর্মীদের এমন বার্তা দেয়ার পর স্থানীয় সময় শুক্রবার (০৪ নভেম্বর) টুইটারের কার্যালয় বন্ধের ঘটনা ঘটল।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে টুইটারের মালিকানা নেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপর সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত ও পরিচালনা বোর্ড ভেঙে নিজেই কোম্পানির একমাত্র পরিচালক; তিনিই প্রধান নির্বাহী।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ