ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

মক্কায় নিয়ে মায়ের স্বপ্ন পূরণ করলেন পাইলট ছেলে

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭

মা চেয়েছিলেন তার ছোট ছেলে বড় হয়ে একজন পাইলট হোক এবং তাকে একদিন বিমানে করে মক্কায় নিয়ে যাক। বেশ কয়েক বছর পরে, সেই ছেলে তার মায়ের স্বপ্নকে সত্যি করে তুলেছে।

একটি টুইটার পোস্টে আমির রশিদ ওয়ানি পাইলটের একটি ছবি শেয়ার করেছেন এবং তার মা কয়েক বছর আগে তাকে যে নোটটি লিখেছিলেন সেটি শেয়ার করেছেন। যাতে লেখা, ‘আমার মা আমাকে স্কুলের জন্য একটি কার্ড লিখে আমার বুকে ঝুলিয়ে দিয়েছিলেন। তিনি আমাকে বলতেন যে তুমি যখন পাইলট হবে, আমাকে তোমার বিমানে করে মক্কায় নিয়ে যাবে। আজ আমার মা পবিত্র কাবার যাত্রীদের একজন এবং আমি সেই ফ্লাইটের পাইলট।’

‘পোস্ট করার পর থেকে, টুইটটি ২০,০০০ বেশি লাইক, ২৩০০ টিরও বেশি রিটুইট এবং বেশ কয়েকটি মন্তব্য অর্জন করেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অনুপ্রেরণামূলক পোস্টটি পছন্দ করেছেন এবং তার মায়ের স্বপ্ন পূরণের জন্য পাইলটের প্রতি ভালবাসা বর্ষণ করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি সত্যি সত্যি কাঁদছি। এটা খুবই সুন্দর।’ অন্য একটি মন্তব্যে লেখা ছিল, ‘বিশ্বাস যেমন শক্তিশালী জিনিস, পিতা-মাতার আশীর্বাদও সমান শক্তিশালী।’ তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘যদি আপনি দৃঢ়প্রতিজ্ঞ হন, তবে আপনার স্বপ্ন সবসময়ই সত্যি হবে।’ আরেকজন লিখেছেন, ‘তুমি সত্যিই একজন ভাগ্যবান ছেলে কারণ তুমি তোমার মায়ের স্বপ্ন পূরণ করেছো।’

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ