ঢাকা, মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জিলকদ ১৪৪৫

নতুন বছরের আগমনে যে দোয়া পড়বেন

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২২, ১৬:১৬

কয়েক ঘণ্টা পর শুরু হবে নতুন বছর। মানুষের জীবন থেকে চলে যাবে একটি বছর। নতুন বছর ঘিরে অনেকের মধ্যে আনন্দ খেলা করে। কেউ পুরাতন বছরের দিকে ফিরে তাকিয়ে থাকে জীবনের হিসাব নিয়ে। আর মুমিন বদলাতে চায় তার জীবন। সে শিক্ষা নিতে চায় পুরাতন থেকে। ভুল থেকে। সে নতুন উদ্যোমে জেগে ওঠে প্রতিদিন। তার কাছে নতুন বছর মানে নতুন সম্ভাবনা। নতুন আমলের দোয়ার। সে পরিকল্পনা করে আগামী বছরে আরও আমলের। আল্লাহর কাছে যাওয়ার সুযোগের।

ইসলামে বছরের সন্ধিক্ষণে পড়ার জন্য দোয়া আছে হাদিসে। আবদুল্লাহ ইবনে হিশাম বলেন, রাসুল (সা.)-এর সাহাবিরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এই দোয়া পড়তে অভ্যস্ত ছিলেন।

দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রাহমান, ওয়া জাওয়ারিম মিনাশ শায়তান।’

অর্থ : হে আল্লাহ, আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। শয়তানের কুমন্ত্রণার মোকাবিলায় আমাদের সাহায্য করুন। (আল-মুজামুল আওসাত, হাদিস : ০৬/২২১)।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ